Site icon Jamuna Television

খুদে ফুটবলারদের কাছে ধরাশায়ী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

স্কট মরিসনের পড়ে যাওয়ার এই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এবার খুদে ফুটবলারদের কাছে ধরাশয়ী হয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। ধাক্কা খেয়ে কুপোকাত হয়ে পড়লেন মাটিতে। আসন্ন নির্বাচনের প্রচারণা উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে এ কাণ্ড ঘটান স্কট মরিসন।

বুধবার (১৮ মে) নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে শিশুদের সাথে ফুটবল খেলায় মেতে ওঠেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী। বল নিয়ে দৌঁড়াতে গিয়ে ধাক্কা লাগে লুকা নামের এক শিশুর সাথে, সাথে সাথে তাকে নিয়েই পড়ে যান মাটিতে।

খানিকটা গড়ানোর পর উঠে দাঁড়ান মরিসন। লুকা ব্যথা পেয়েছে কি না সাথে সাথে দেখে নেন সেটাও। নিজেকে সামলে নিয়ে হাই ফাইভ দিলেন তাকে। এ ঘটনা হাস্যরসের জন্ম দেয় খেলার মাঠে।

প্রসঙ্গত, আগামী ২১ মে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচন। জনমত জরিপ বলছে, মরিসনের কনজারভেটিভ জোট সামান্য ব্যবধানে এগিয়ে আছে বিরোধী লেবার পার্টির তুলনায়।

/এসএইচ

Exit mobile version