Site icon Jamuna Television

বন্যায় বিপর্যস্ত সিলেট, আশ্রয়কেন্দ্রেও উঠেছে পানি

বন্যায় বিপর্যস্ত সিলেট।

বন্যার পানিতে সয়লাব পুরো সিলেট, রক্ষা পায়নি বেশিরভাগ আশ্রয়কেন্দ্রই। অনেকেই তাই রয়ে গেছেন নিজের ঘরে, অর্ধনিমজ্জিত অবস্থায়। যেখানে মানুষ-গবাদি পশুর পাশাপাশি বসবাস। ভুক্তভোগী মানুষগুলোর আতঙ্ক বাড়িয়েছে পাহাড়ি ঢল। না জানি কখন ভেঙে যায় শেষ আশ্রয়টুকুও!

কোম্পানীগঞ্জের চানপুর গ্রামের এই পরিবারটি ৫ দিন ধরে পানিবন্দি। আশা ছিলো, নেমে যাবে পানি। উল্টো পাহাড়ি ঢলের তোড়ে ঘরই ভেঙ্গে যাওয়ার উপক্রম এখন। এতো প্রতিকূলতার মধ্যেই শিশু সন্তানদের নিয়ে পরিবারসহ বাড়িতেই রয়েছেন অনেকে। গবাদি পশুর জন্য উচু স্থান করে রেখেছেন ঘরেই। নিরাপদ স্থানে যাওয়ার ইচ্ছা থাকলেও ঠাঁই মেলেনি কোথাও।

জানা গেছে, জেলা জুড়ে খোলা হয়েছে প্রায় আড়াইশ’ আশ্রয়কেন্দ্র। কোথাও কোথাও উঠেছে পানি। তিল ধারণেরও জায়গা নেই। সেখানে মানবেতর দিন কাটছে বানভাসী মানুষের। প্রতিনিয়ত বাড়ছে ঢলের পানি। বাড়ছে পানিবন্দি মানুষের আতঙ্ক। দুর্বিষহ হয়ে উঠছে জীবন। দ্রুত আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার আর পানির ব্যবস্থার দাবি দুর্গতদের।

/এসএইচ

Exit mobile version