Site icon Jamuna Television

মাত্র কয়েক মিনিটেই গায়েব আস্ত গাড়ি!

পিবিআইয়ের হাতে গ্রেফতার গাড়ি চোর চক্র।

মাত্র কয়েক মিনিটে আস্ত গাড়ি গায়েব! শুনতে অবিশ্বাস্য মনে হলেও অনুসন্ধানে এমনই এক চক্রের সন্ধান পেয়েছে পিবিআই এর নারায়ণগঞ্জ টিম, যারা মাত্র কয়েক মিনিটের মধ্যে চুরি করে নিয়ে যায় গাড়ির মতো যানবাহন।

সম্প্রতি ঢাকা ও রাজধানীর আশপাশে অভিযান চালিয়ে এ চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে পিবিআই। উদ্ধার হয়েছে চুরি হওয়া দুটি পিকআপ।

পিবিআই’র নারায়ণগঞ্জ জেলার এসপি মনিরুল ইসলাম জানিয়েছেন, দীর্ঘ দিন ধরে চক্রটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিকাপ, কাভার্ড ভ্যান, অটোরিকশা এমনকি ট্রাকও চুরি করতো। সংঘবদ্ধ এ চক্রের বাকি সদস্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version