Site icon Jamuna Television

আবারও রাজপথে শ্রীলঙ্কানরা

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় আবারও রাজপথে নেমেছেন বিক্ষোভকারীরা। বুধবার (১৮ মে) রাজধানী কলম্বোয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানায় কয়েক’শ মানুষ।

রাস্তায় জমায়েত হয়ে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের বিরুদ্ধে শ্লোগান দেন বিক্ষোভকারীরা। সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের গ্রেফতারের দাবি জানান তারা। গত ৯ মে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনায় জড়িত সকলের বিচারের দাবিও জানান।

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটিতে প্রায় মাসব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের পর গত সপ্তাহে সহিংসতায় রূপ নেয় বিক্ষোভ কর্মসূচি। পুলিশ ও সরকার দলীয়দের সাথে সংঘাতে মৃত্যু হয় ৯ জনের। আহত ৩ শতাধিক। পরিস্থিতি ভয়াবহ রূপ নিলে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজাপাকসে। একাধিক রদবদল হয় মন্ত্রিসভায়। এতেও অবশ্য ক্ষোভ কমেনি জনতার।

/এসএইচ

Exit mobile version