Site icon Jamuna Television

এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির ৭ম তলা থেকে লাফ দিয়ে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

ফাইল ছবি

রাজধানীর গ্রিনরোডে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির একটি ভবনের সাত তলা থেকে লাফ দিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। তেঁজগাও থানা পুলিশ ইতোমধ্যে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে মর্গে রেখেছে। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা।

জানা গেছে, আত্মঘাতী ওই শিক্ষার্থীর নাম ইমাম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ৭ম সিমেস্টারের শিক্ষার্থী ছিলেন। মৃত্যুর আগে আত্মহত্যার জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, বান্ধবীসহ তিনজনকে দায়ী করে তার ফেসবুকে একটি স্টোরি দেন ইমাম। যাতে লেখা ‘আমার এই অবস্থার জন্য এরাই দায়ী।’

ইমামের আত্মহত্যার খবরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হতে থাকেন। এ সময় তারা ইমাম হোসেনের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের দাবি জানান।

/এসএইচ

Exit mobile version