Site icon Jamuna Television

কুসিকে মেয়র পদে ৬ জনের মনোনয়ন বৈধ

ফাইল ছবি

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে যাচাইবাছাই শেষে ৬ মেয়র প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল ৯টা থেকে কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মনোনয়ন যাচাইবাছাইয়ের কাজ শুরু হয়। শুরুতে মেয়র প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরীসহ নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাছাইয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, স্বতন্ত্র প্রার্থী মাসুদ পারভেজ খান ইমরান, সাবেক মেয়র বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, নিজাম উদ্দিন কায়সারসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

তবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ পারভেজ ইমরান খানের কাগজপত্রে সামান্য ত্রুটি থাকায় ১ ঘণ্টা পর তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। 

এর আগে ১৭ মে পর্যন্ত কুসিক নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধরাণ কাউন্সিলর ১২০ জন ও মহিলা কাউন্সিলর পদে ৩৮ জন মনোনয়ন জমা দেন।

/এসএইচ

Exit mobile version