Site icon Jamuna Television

সেন্টমার্টিনে ২ লক্ষ ১০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ১০

সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ২ লক্ষ ১০ হাজার পিস ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে নৌবাহিনী।

বুধবার (১৮ মে) দিবাগত রাতে যন্ত্রচালিত একটি নৌকা আটক করে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, রাতে মিয়ানমারের অংশ থেকে এই নৌকা বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে। এই নৌকা শাহপরী দ্বীপের দিকে যাচ্ছিল। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৪০ লাখ টাকা। এসব মাদক ও আটককৃতদের সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনে হস্তান্তর করে নৌবাহিনীর সদস্যরা।

/এমএন

Exit mobile version