Site icon Jamuna Television

চীন সীমান্তে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে ভারত

ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় ভারত এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে চলেছে বলে জানিয়েছেন পেন্টাগন কর্মকর্তারা। খবর দ্য হিন্দুর।

বুধবার (১৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য হিন্দু জানিয়েছে, আসন্ন জুন মাস থেকেই ভারত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করবে বলে জানান, যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর লেফটেন্যান্ট জেনারেল স্কট ব্যারিয়ের।

মার্কিন সিনেটে আর্মড সার্ভিস কমিটির সদস্যদের সামনে দেয়া বিবৃতিতে তিনি এ তথ্য দেন তিনি। বলেন, চীন সীমান্তে মোতায়েন করা হবে এস-৪০০। ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে রাশিয়ার কাছ থেকে এস-৪০০ গ্রহণ করতে শুরু করেছে ভারত।

এর আগে, রাশিয়া থেকে এস-৪০০ কিনলে ভারতের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আপত্তি সত্ত্বেও দিল্লি জানায়, তাদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।

/এসএইচ

Exit mobile version