Site icon Jamuna Television

বিরতির পর আবারও তাইজুলের আঘাত, সাজঘরে করুনারত্নে

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষদিনে লঙ্কান ব্যাটিং লাইনে দেয়াল হয়ে দাঁড়ানো দিমুথ করুনারত্নের উইকেট তুলে নিয়ে স্বাগতিক শিবিরে স্বস্তি এনে দিয়েছেন তাইজুল ইসলাম। এর আগে, দ্বিতীয় ইনিংসে মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন শ্রীলঙ্কার এ অধিনায়ক।

তবে, এরপর লঙ্কান এ ওপেনারের স্কোরবোর্ড আর দীর্ঘ হতে দেননি তাইজুল। ১৩৮ বল খেলে ৫২ রান করেন দিমুথ করুনারত্নে।

দিনের শুরুতে স্বাগতিক বোলারদের ওপর চড়াও হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। টাইগারদের দেয়া লিড পরিশোধ করে উল্টো লিড নেয় লঙ্কানরা। এদিন সকালে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন লঙ্কান দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে আর কুশল মেন্ডিস। তবে তাইজুল পরপর কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথুসের উইকেট তুলে নিলে চাপ কাটিয়ে উঠে মুমিনুল হকের দল। আর দিমুথ করুনারত্নের আগ্রাসী ব্যাটিং পরিণত হয় ধীর গতিতে।

এই প্রতিবেদন লেখার সময় ৫ উইকেট হারিয়ে লঙ্কানদের সংগ্রহ ১৬১ রান। ৯৩ রানের লিড নিয়ে ব্যাট করছে সফরকারীরা। যেখানে ধনঞ্জয়া ডি সিলভা ৩৩ এবং দীনেশ চান্দিমাল ২৪ বলে ৪ রান করে ক্রিজে রয়েছেন।

এছাড়া তাইজুলের বলে বোল্ড হওয়ার আগে ৪৩ বলে ৪৮ রান করেন কুশল মেন্ডিস। আর অ্যাঞ্জেলো ম্যাথুস স্কোরবোর্ডে কোনো রানই যোগ করতে পারেননি।

এ টেস্টের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৯৭ রান যোগ করতে সক্ষম হয় শ্রীলঙ্কা। অন্যদিকে বাংলাদেশ দলের প্রথম ইনিংস থামে ৪৬৫ রানে। তাতে ৬৮ রানের লিড পায় স্বাগতিকরা। আর গতকাল ম্যাচের চতুর্থ দিনের তৃতীয় সেশনে ১ ঘণ্টার মতো ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ৩৯ রান তোলে নেয় সফরকারীরা। এতে দিনের খেলা শেষে ২৯ রানের লিডে থাকে বাংলাদেশ। সেই লিড পরিশোধ করে এবার শ্রীলঙ্কা দল নিজেরা লিড নিয়েছে।

/এমএন

Exit mobile version