Site icon Jamuna Television

স্বরাষ্ট্রমন্ত্রীর নামে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সাঈদী আটক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করা হয়। অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে র‍্যাব-৩ আটক করেছে বলে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে।

এদিকে, দেলোয়ার হোসেনকে সাঈদীকে আটকে নেতাকর্মী নিয়ে বাধা ও ছিনতাইয়ের চেষ্টা করায় ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদকে গ্রেফতার করা হয়।

/এমএন

Exit mobile version