Site icon Jamuna Television

আরব আমিরাতের প্রেসিডেন্টের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আর নাহিয়ানের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (১৯ মে) ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে গিয়ে দলটির পক্ষে সমবেদনা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এদিন দুপুরে বিএনপির পক্ষ থেকে দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করনে বিএনপির এ নেতা। তাতে দু’দেশের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা লেখেন।

পরে দূতাবাস থেকে বেরিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী সংবাদিকদের বলেন, দেশের র‍েমিট্যান্সের একটা বড় অংশ আসে সংযুক্ত আবর আমিরাত থেকে। এ সময় দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেয়ার কথা বলেন তিনি।

/এমএন

Exit mobile version