Site icon Jamuna Television

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে : প্রধানমন্ত্রী

রাখাইন থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতেই হবে মিয়ানমারকে। বন্ধ করতে হবে রোহিঙ্গাদের ওপর হত্যাযজ্ঞ, নির্যাতন। নিউইয়র্কে সংবর্ধনা সভায় এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউইয়র্কে বাংলাদেশ সময় সোয়া আটটার দিকে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় এ মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই সাথে এ সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান ছিল তার কন্ঠে। বলেন, মানবিক কারনেই প্রতিবেশি দেশ হিসেবে রোহিঙ্গাদের আশ্রয় দেয়া হয়েছে। রোহিঙ্গাদের প্রতি জনমত গড়ে তোলারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। কথা বলেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও। আগামী নির্বাচনকে বড় চ্যালেঞ্জ আখ্যা দিয়ে ভোটারদের আস্থা অর্জনে প্রবাসী নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Exit mobile version