Site icon Jamuna Television

মাথায় আঘাত করে খুন; সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

১৯৮৮ সালে রাস্তায় গাড়ি সরানোকে কেন্দ্র করে গুরনাম সিং নামে এক ব্যক্তির মাথায় আঘাত করার অভিযোগ উঠেছিল ভারতের সাবেক ক্রিকেটার নভজোৎ সিং সিধুর বিরুদ্ধে। যেই আঘাতে মৃত্যু হয় গুরনামের। প্রায় ৩৪ বছর আগের সেই ঘটনায় সিধুকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভারতের আদালত। দেয়া হয়েছে আত্মসমর্পণের নির্দেশ।

৩৪ বছর আগে ঘটা সেই দুর্ঘটনায় প্রথমে অল্প জরিমানা দিয়েই পার পেয়ে যান সিধু। ১৯৯৯ সালে পাতিয়ালা ট্রায়ালেও যথাযথ প্রমাণের অভাবে মুক্তি হয় সিধুর। পরে নিহতের পরিবার থেকে মামলা করা হয়। সেই মামলায় ২০০৬ সালে সিধুকে ৩ বছরের কারাদণ্ড ও ১ লাখ রুপি জরিমানা করা হয়।

সেই রায়কে চ্যালেঞ্জ করে ২০০৬ সালে সুপ্রিম কোর্টে আপিল করেন সাবেক এই ক্রিকেটার ও কংগ্রেস নেতা। তারও প্রায় ১৬ বছর পর সিধুকে এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

ভারতের হয়ে প্রায় ৫১টি টেস্ট খেলেছেন সিধু। যেখানে ৯ সেঞ্চুরিসহ রান আছে তিন হাজারের ওপর। একদিনের ক্রিকেটে ১৩৬ ম্যাচ খেলেছেন সাবেক এই ব্যাটার। ছয় সেঞ্চুরিসহ যেখানে রান প্রায় সাড়ে চার হাজার। ক্রিকেট ছাড়ার পরই রাজনীতিতে আসেন সিধু। পাঞ্জাব কংগ্রেসের প্রধানের দায়িত্বও পালন করেছেন।

জেডআই/

Exit mobile version