Site icon Jamuna Television

আইপি‌এলের প্লেঅফ নিশ্চিত দুই দলের, বাকি ২ জায়গার জন্য লড়ছে ৫ দল

গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ন্টস দল। ছবি: সংগৃহীত

আইপিএলের এবারের আসরে প্লে অফের টিকিট নিশ্চিত করেছে নতুন দুই দল গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টস। তবে বাকি দুইটি জায়গার জন্য লড়াই করছে পাঁচ দল। সব দলের কাছেই কম বেশি সুযোগ রয়েছে প্লে অফে যাবার।

১৩ ম্যাচে ১০ জয়ে ২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে থেকে প্লে অফ নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। আর গুজরাটের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ১৮ পয়েন্ট নিয়ে প্লেঅফে খেলছে লোকেশ রাহুলদের দল লখনৌ।

তৃতীয় দল হিসাবে প্লে-অফে ওঠার লড়াইয়ে সব থেকে বেশি এগিয়ে রাজস্থান রয়্যালস। ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট সাঞ্জু স্যামসনদের। ১৪ পয়েন্ট নিয়ে এরপরেই আছে দিল্লী ক্যাপিটালস। সমান পয়েন্ট নিয়ে বিরাট কোহলীর ব্যাঙ্গালুরু আছে এই তালিকায়। ১২ পয়েন্ট নিয়ে এই রেসে আছে পাঞ্জাব ও হায়দ্রাবাদ।

আরও পড়ুন: মাথায় আঘাত করে খুন; সাবেক ক্রিকেটার সিধুর এক বছরের কারাদণ্ড

এবারের আইপিএলে পয়েন্ট তালিকার সবচেয়ে তলানিতে আছে সবচেয়ে বড় বাজেটের দল মুম্বাই ইন্ডিয়ান্স। ১৩ ম্যাচ খেলে ১০টিতে হেরেছে রোহিত শর্মার নেতৃত্বধাীন দল। বড় বাজেটের আরেকটি দল চেন্নাই সুপার কিংস। ১৩ ম্যাচের মধ্যে ৯ টিতে হেরে পয়েন্ট টেবিলে শেষের দিক থেকে দ্বিতীয় অবস্থানে তারা।

জেডআই/

Exit mobile version