Site icon Jamuna Television

অসংক্রামক রোগে দেশে প্রতিদিন প্রায় ২ হাজার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। ফাইল ছবি।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, হৃদরোগ, ডায়াবেটিস বা ক্যান্সারের মতো অসংক্রামক রোগে প্রতিদিন প্রায় ২ হাজার মানুষ মারা যায়। তবু সেসব রোগ নিয়ে সজাগ নয় মানুষ।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এনসিডিসি আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, উপজেলা পর্যায়ে সরকারি হাসপাতালে এনসিডি ইউনিট খোলা হয়েছে। ভবিষ্যতে এর পরিধি আরও বাড়ানো হবে।

এনসিডিসি’র গবেষণায় বলা হয়, দেশে সাড়ে তেরো ভাগ মানুষ হাইপারটেনশনের রোগী। এর ৬৮ ভাগের তেমন কোনো উপসর্গ নেই। বলা হয়, ডায়াবেটিস রোগীদের ২০ শতাংশই ৩০ থেকে ৩৫ বছর বয়সী। গবেষকরা বলেন, অসংক্রমক রোগ ঠেকাতে আদর্শিক দিনপঞ্জী ও খাদ্যাভ্যাসে পরিবর্তন জরুরি।

/এমএন

Exit mobile version