আসামি ছিনতাইয়ের চেষ্টা এবং র্যাব সদস্যদের কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে ঢাকা মহানগর ছাত্রলীগ দক্ষিণের সাধারণ সম্পাদক জোবায়ের আহাম্মেদকে।
প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বৃহস্পতিবার (১৯ মে) ভোরে রাজধানীর সবুজবাগ এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে র্যাব-৩। অস্ত্র, গুলি ও মাদকসহ তাকে আটক করা হয় বলে জানানো হয় আইনশৃঙ্খলা বাহিনীটির পক্ষ থেকে।
দেলোয়ার হোসেনকে সাঈদীকে আটকে নেতাকর্মী নিয়ে বাধা ও ছিনতাইয়ের চেষ্টা করায় জুবায়ের আহম্মেদকে গ্রেফতার করা হয়।
/এমএন

