Site icon Jamuna Television

সময় হলেও বুস্টার ডোজ নেয়নি ৮০ শতাংশ মানুষ

দেশে এ পর্যন্ত করোনা টিকার দুই ডোজ নিয়েছেন প্রায় বারো কোটি মানুষ। চার মাস আগে ২০ ফেব্রুয়ারি দ্বিতীয় ডোজ সম্পন্ন হয়েছিল ৭ কোটি ৮০ লাখের, যাদের এতদিনে তৃতীয় ডোজ নেয়ার কথা। সে হিসেবে সময় হলেও বুস্টার ডোজ নেয়নি ৬ কোটি ৪৩ লাখ মানুষ। অর্থাৎ, ৭৯.৭ শতাংশ মানুষ নেয়নি বুস্টার ডোজ। চিকিৎসকরা বলছেন, কোভিডের সংক্রমণ কমে যাওয়া ও রমজানের কারণে বুস্টার ডোজ নেয়ার হার কম।

গেলো এক মাসে কোভিডের থাবায় কারও মৃত্যু হয়নি। সংক্রমনও বাড়েনি খুব একটা। যা মানুষের সাহস বাড়িয়েছে বলে মনে করেন টিবি হাসপাতাল সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার।

প্রথম দুই ডোজ টিকার হার বাড়াতে কয়েক দফা বিশেষ ক্যাম্পেইন করে স্বাস্থ্য বিভাগ। বুস্টারের গতি আনতে নেয়া হয়েছে একই উদ্যোগ। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা আহমেদুল কবির জানালেন, আগামী জুনে করোনা টিকার তৃতীয় ডোজ নিতে মানুষকে উদ্বুদ্ধ করতে বিশেষ ক্যাম্পেইন চালু করা হবে। এছাড়া পাঁচ বছরের বেশি বয়সীদের টিকা দেয়ারও পরিকল্পনা করা হচ্ছে বলে জানান অতিরিক্ত মহাপরিচালক।

/এডব্লিউ

Exit mobile version