Site icon Jamuna Television

ঠোঁটে প্লাস্টিক সার্জারি করেছেন ঐশ্বরিয়া! কান উৎসবের সাজ ঘিরে বিতর্ক

ছবি: সংগৃহীত।

বরাবরই ঐশ্বরিয়া রায় বচ্চনের কান উৎসবের সাজ নিয়ে আলোচনা চলে আসছে। ভারতীয় অভিনেত্রী হিসেবে ২০০৩ সালে প্রথমবার রেড কার্পেটে পা পড়ে তার। তবে প্রায় প্রতিবারই কান উৎসবে অংশ নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন ঐশ্বরিয়া। এবারও তার ব্যতিক্রম হয়নি। ‘কান ২০২২’ এ অংশ নিয়েছেন সপরিবারে। সেখানে তার ঠোঁট হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। খবর বলিউড লাইফের।

চলতি বছরের কান উৎসবে মেয়ে আরাধ্যা এবং স্বামী অভিষেক বচ্চনের সাথে রেড কার্পেটে অংশ নিয়েছেন ঐশ্বরিয়া। একের পর এক নতুন ছবি সামনে আসছে। তবে ইন্টারনেট ব্যবহারকারীদের দাবি, ঠোঁটে প্লাস্টিক সার্জারি করেছেন ঐশ্বরিয়া। কারো কারো দাবি, ফের গর্ভবতী হয়েছেন অভিনেত্রী।

‘কান ২০২২’ এ কটাক্ষের শিকার হয়েছে ছোট্ট আরাধ্যাও। তার চুলের ছাঁট নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ও ছবির নিচে অনেকে মন্তব্য করেছেন, ‘জন্ম থেকেই চুলের একই ছাঁট দেখছি, বিয়ে পর্যন্তও কি একই ছাঁট থাকবে’?

Exit mobile version