Site icon Jamuna Television

শরিফুলের পর এবার ইনজুরিতে নাঈম হাসান

ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঢাকা টেস্টের দলও থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশি অফ স্পিনার নাঈম হাসান।

এবার ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন বাংলাদেশ জাতীয় দলের অফ স্পিনার নাইম হাসান। খেলতে পারবেন না শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে। ইনজুরির কারণে ২য় টেস্টের দল থেকে ছিটকে পড়েছেন পেসার শরিফুল ইসলামও।

চট্টগ্রাম টেস্টে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। টেস্টের চতুর্থ দিনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নের স্ট্রেট ড্রাইভ থামাতে গিয়ে চোট পান তিনি। যদিও চোট নিয়েই পঞ্চম দিনে বল করেন নাইম।

তবে বৃহস্পতিবারের (১৯ মে) এক্স রে রিপোর্টে জানা গেলো, ভেঙে গেছে চোট পাওয়া সেই আঙুল। যা ঠিক হতে সময় লাগবে প্রায় এক মাসের মতো। ফলে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হবে না তার।

এর আগে চট্টগ্রাম টেস্ট দিয়ে ১৫ মাস পর জাতীয় দলে ফিরেছিলেন নাইম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট।

/এসএইচ

Exit mobile version