Site icon Jamuna Television

নরককুণ্ডে পরিণত হয়েছে দোনবাস: জেলেনস্কি

ছবি: সংগৃহীত

রুশ সেনাবহরের ক্ষ্যাপাটে বোমা-গোলাবর্ষণে নরককুণ্ডে পরিণত হয়েছে ইউক্রেনের দোনবাস অঞ্চল। বৃহস্পতিবার এ মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (১৯ মে) গভীর রাতে দেয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, পূর্বাঞ্চলে অতিরিক্ত বলপ্রয়োগ করছে রুশ দখলদাররা। দোনবাসকে পুরোপুরি নিয়ন্ত্রণে নিতেই পাগলের মতো হামলা চালাচ্ছে তারা। বৃহস্পতিবারও, সেভেরো-দোনেৎস্ক এলাকায় ছোঁড়া রুশ মিসাইলের আঘাতে প্রাণ গেছে ১২ বেসামরিকের। ধ্বংস হয়েছে ঘরবাড়ি-স্থাপনা।

জেলেনস্কি বলেন, খারকিভ অঞ্চল পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে ইউক্রেনীয় সেনারা। কিন্তু, দখলদারদের হামলায় দোনবাস রীতিমতো নরককুণ্ড। এটি কোনোভাবেই আগ্রাসন নয় বরং বর্বর-ক্ষ্যাপাটে আচরণ। বোমা-গোলাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। এটা স্রেফ গণহত্যা; স্রেফ যুদ্ধাপরাধ ঘটাচ্ছে পুতিন প্রশাসন। যার জন্য রুশ বাহিনীকে আন্তর্জাতিক আদালতের মুখোমুখী করা উচিত।

প্রসঙ্গত, জাতিসংঘের হিসাব অনুসারে, ইউক্রেনে চালানো রুশ হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন সাড়ে ৩ হাজারের মতো বেসামরিক মানুষ।

/এসএইচ

Exit mobile version