Site icon Jamuna Television

সিলেটে কিছুটা কমেছে বন্যার পানি, তবু ভোগান্তির সাগরে ডুবছে নগরবাসী

সিলেটের বন্যা পরিস্থিতি।

উজানে ভারী বৃষ্টিপাত না থাকায় কিছুটা কমেছে সিলেটের নদ নদীর পানি। তবে উল্লেখযোগ্য কোনো উন্নতি নেই জেলার বন্যা পরিস্থিতির।

গত ২৪ ঘণ্টায় সুরমার পানি কানাইঘাট পয়েন্টে ৬ সেন্টিমিটার কমে বিপদ সীমার ১ মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে ৭ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি বানভাসি মানুষের।

সিলেটের জকিগঞ্জে অমলশীদ পয়েন্টে গ্রামরক্ষা বাঁধ ভেঙ্গে নতুন নতুন এলাকায় ঢুকছে পানি। সিলেট জেলায় প্রস্তুত রাখা হয়েছে ৩২৬টি আশ্রয় কেন্দ্র। এর মধ্যে ৯৫টি আশ্রয় কেন্দ্রে ৭ হাজার ৩৪৯ জন বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সঙ্কট চরম আকার ধারণ করেছে। নগরী থেকে সামান্য পানি নামলেও একই অবস্থায় রয়েছে নগরবাসীর ভোগান্তি।

এসজেড/

Exit mobile version