Site icon Jamuna Television

ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপী হলো শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

ইতিহাসে প্রথমবারের মতো ঋণখেলাপী হলো শ্রীলঙ্কা। একমাসের বেশি সময় দেয়া হলেও সাত কোটি ৮০ লাখ ডলারের ঋণ পরিশোধ করতে পারেনি দেশটির সরকার। খবর দ্য ডিপ্লোম্যাটের।

বৃহস্পতিবার (১৯ মে) শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের পর বিশ্বের বৃহত্তম দুটি ক্রেডিট রেটিং এজেন্সি জানায়- শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে দেউলিয়া।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর জানান, প্রি-অ্যাম্পটিভ ডিফল্ট হয়ে পড়েছে শ্রীলঙ্কা। ফলে, দাতাদের ঋণের পুরোটা তো দূরের ব্যাপার, কিছু অংশও এই মুহুর্তে পরিশোধে অক্ষম আমার দেশ। নতুনভাবে, ৫০ বিলিয়ন ডলার বিদেশি ঋণের মাধ্যমে সঙ্কট সমাধানের আলোচনা চলছে। কিন্তু, সেটি পরিশোধের শর্ত আরও সহজ করার দাবি লঙ্কান সরকারের।

প্রসঙ্গত, করোনা মহামারি, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং কর কমানোর ফলে ৭০ বছরের মধ্যে সবচেয়ে চরম অর্থনৈতিক সঙ্কটে পড়ে দ্বীপ দেশ শ্রীলঙ্কা। তাদের বিদেশি মুদ্রার রিজার্ভও তলানিতে। সম্প্রতি গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ভেঙ্গে দেয়া হয়েছে সরকার কাঠামো।

/এসএইচ

Exit mobile version