Site icon Jamuna Television

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতির মৃত্যু

নিহত দাদা-নাতি।

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে দাদা ও নাতি নিহত হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার কাজীপুরা গ্রামের মৃত আয়নাল হক মুন্সির ছেলে আব্দুল মান্নান (৭৩) ও তার নাতি জুনায়েদ হোসেন (৮)।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামে এক আত্মীয়ের কুলখানিতে যাওয়ার জন্য নাতি জুনায়েদকে নিয়ে বাড়ি থেকে বের হন বৃদ্ধ আব্দুল মান্নান। তারা ওভারব্রিজ ব্যবহার না করে জামতৈল রেলওয়ে স্টেশন পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তাদের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

এসজেড/

Exit mobile version