Site icon Jamuna Television

সিরাজগঞ্জের তাড়াশে ৩২ লক্ষ টাকা সমমূল্যের হেরোইনসহ গ্রেফতার ২

সিনিয়র রিপোর্টার সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার তাড়াশ-বারুহাস সড়কে এ অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার সিংহগাঁতী মধ্যপাড়া গ্রামের মৃত গোলবার হোসেনের ছেলে জমিন আলী (৩৬) ও একই উপজেলার বালশাবাড়ী স্কুলপাড়া এলাকার বাবর আলীর ছেলে আবু ওয়াজকুরুনী (৩৫)।

শুক্রবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর মিডিয়া অফিসার এম. রিফাত-বিন-আসাদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩২৫ গ্রাম হেরোইন ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

এটিএম/

Exit mobile version