Site icon Jamuna Television

এভারেস্টের চূঁড়ায় পিয়ানো বাজালেন ১৯ বছরের তরুণ!

ছবি: সংগৃহীত।

পর্বতারোহণের মৌসুম এখন। প্রতিদিনই নতুন নতুন রেকর্ড ভাঙছে আর গড়ছে। কেউ সবচেয়ে কম সময়ে একাধিক আটহাজারি শৃঙ্গ ছুঁয়ে ফেলছেন। কেউ আবার খুব কম বয়সে নতুন কিছু করে রেকর্ড করছেন।

এসবকেও যেন ছাপিয়ে গেল মেক্সিকোর ১৯ বছর বয়সী তরুণ হুয়ান দিয়েগো মার্টিনেজের কীর্তি। এভারেস্টের চূঁড়ায় বাজালেন পিয়ানো। এই তরুণ সর্বকনিষ্ঠ হিসেবে এভারেস্ট শৃঙ্গ ও লোৎসে শৃঙ্গ ছোঁয়ার রেকর্ডও গড়েছেন। জানা গেছে, তার শারীরিক সক্ষমতা অবর্ণনীয়। অত বেশি উচ্চতায় যা যা সমস্যা বা বাধা আসে, সে সবই হেসেখেলে পার করেছেন ১৯ বছরের হুয়ান!

হুয়ান দিয়েগো মার্টিনেজ।

পর্বতারোহীরা বলছেন, তা না হলে ৮৮৪৮ মিটার উঁচু এভারেস্ট শৃঙ্গে দাঁড়িয়ে পিয়ানো বাজানো কার্যত অসম্ভব। উচ্চতা যত বাড়ে, অক্সিজেনের জোগান তত কমতে থাকে। অল্পেই হাঁপিয়ে যেতে হয়, হয় উচ্চতাজনিত একাধিক অসুস্থতা। খুব সাবধানে আরোহণ শেষ করে, শৃঙ্গে পৌঁছে পতাকা লাগিয়ে নেমে আসেন আরোহীরা। কিন্তু সেখানে পিয়ানোর মতো একটা বাদ্যযন্ত্র বয়ে নিয়ে যাওয়া এবং সেটি বাজানো এ যেন অসম্ভবকে সম্ভব করা!

সূত্র: দ্য ওয়াল

/এমএন

Exit mobile version