Site icon Jamuna Television

যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ একবেলা কম খাচ্ছে: জরিপ

যুক্তরাজ্যের ২৫ শতাংশ মানুষ কোনো কোনো বেলা না খেয়ে খরচ বাঁচানোর চেষ্টা করছেন। প্যারিসভিত্তিক বহুজাতিক বাজার গবেষণা ও পরামর্শক প্রতিষ্ঠান ইপসোসের জরিপে বলা হয়েছে এ তথ্য। খবর রযটার্সের।

ইপসোসের জরিপে বলা হয়েছে, যুক্তরাজ্যে জীবনযাপনের খরচ অনেক বেড়েছে। এ কারণে গ্যাস-বিদ্যুতের বিল কমাতে ঘর গরম রাখার হিটিং ব্যবস্থা বন্ধ রাখছেন প্রতি তিনজনের মধ্যে দু’জন। গাড়ি চালানো কমিয়েছেন ৫০ শতাংশ মানুষ। নিম্ন আয়ের মানুষের মধ্যে এক-তৃতীয়াংশ জানিয়েছেন, মূল্যস্ফীতির কারণে তারা কোনো কোনো বেলার খাবার খেতে পারেননি। জরিপে অংশ নেয়া বেশিরভাগ মানুষ আগামী ছয় মাসে নিত্যপণ্যের মূল্য আরও বাড়ার আশঙ্কা করেছেন।

ইপসোস তাদের জরিপের জন্য গত ১১ ও ১২ মে ২ হাজার ৬১ জনের সাক্ষাৎকার নেয়।

মূলত, বিশ্বের বিভিন্ন দেশে লেগেছে মূল্যস্ফীতির ধাক্কা। এরমধ্যে যুক্তরাজ্যও রয়েছে। বর্তমানে দেশটির মূল্যস্ফীতি ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। গত বুধবার যুক্তরাজ্য সরকার প্রকাশিত মূল্যস্ফীতির তথ্যে দেখা গেছে, এ বছরের এপ্রিল পর্যন্ত মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ১ শতাংশ। যা বছরের শেষের দিকে ১০ শতাংশে গিয়ে পৌঁছবে বলে জানিয়েছে ব্যাংক অব ইংল্যান্ড।

/এমএন

Exit mobile version