Site icon Jamuna Television

কঙ্গোতে খাদ্যাভাবে মৃত্যুর ঝুঁকিতে ৪ লাখের বেশি শিশু

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে খাদ্যাভাবে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে ৪ লাখের বেশি শিশু। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
প্রতিবেদনে বলা হয়, দেশটিতে সাড়ে ৭ লাখের বেশি শিশু ভুগছে পুষ্টিহীনতায়। এসব শিশুদের জন্য দ্রুত আর্থিক এবং মানবিক সহায়তা প্রয়োজন। এরই মধ্যে দেখা দিয়েছে নিরাপদ পানি, খাবার সংকট।

এছাড়া সম্প্রতি দেখা দিয়েছে ইবোলা ভাইরাসের প্রাদূর্ভাব। জাতিসংঘ বলছে, দেশটির সবচেয়ে বেশি বুঁকিতে আছে কাসাই প্রদেশের শিশুরা। দ্রুত তাদের বিপর্যয় কাটিয়ে উঠতে প্রয়োজন অন্তত ৮৮ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা। ২০১৬ সাল থেকে অঞ্চলটিতে সরকার বাহিনীর সাথে সংঘর্ষ চলছে বিদ্রোহীদের। এতে ঘড়বাড়ি ছেড়ে পালিয়েছে অনেক বাসিন্দা।

Exit mobile version