Site icon Jamuna Television

পুরুষ সেজে একাধিক জায়গায় প্রেমের নামে প্রতারণা, তরুণী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে পুরুষ সেজে প্রতারণার অভিযোগে ফারহানা আক্তার স্নেহা (২৫) নামের এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সকালে শহরের দড়াটানা মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি শহরের লোন অফিস পাড়ার শাহাজান আলীর মেয়ে।

যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) শেখ মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পুরুষ সেজে প্রতারণা করে আসছে স্নেহা। সম্প্রতি চৌগাছা উপজেলার বেড় গোবিন্দপুর গ্রামের চা দোকানি হাবিবুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। এরপর সে হাবিবুর রহমানের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সম্পর্কের সূত্র ধরে ওই মেয়ের কাছ থেকে মোবাইল ও বিকাশের মাধ্যমে নগদ টাকা নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় হাবিবুর রহমান বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে অভিযান চালিয়ে সকালে স্নেহাকে শহরের দড়াটানা মোড় থেকে গ্রেফতার করে।

আরও পড়ুন: নোয়াখালীতে বাড়ির উঠানে গাঁজা চাষ, গ্রেফতার ২

মনিরুজ্জামান আরও জানান, তার নামে দেশের বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

জেডআই/

Exit mobile version