Site icon Jamuna Television

রাজবাড়ীতে প্রশ্নপত্র ফাঁস চক্রের ১৩ সদস্য গ্রেফতার

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী‌তে বিশেষ ধর‌নের ডিভাইসসহ প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূল হোতা রি‌সোর্স সেন্টারের প্রশিক্ষক মো. মাঈনুল ইসলাম হাওলাদারসহ (৪২) ১৩ সদস্যকে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ।

শুক্রবার (২০ মে) সন্ধ্যা ৭টায় এক প্রেস ব্রিফিং‌য়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন প্রশিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক, ছাত্র, ব্যবসায়ী, ফ্যামিলি প্লানিং কর্মকর্তা, এন‌জিও কর্মকর্তা, কৃষক, কৃষি ব্যাংক কর্মকর্তা ও পরীক্ষার্থী। আটকৃতরা রাজবাড়ীসহ দে‌শের বিভিন্ন জেলার বা‌সিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জেলা শহরের ভবানীপু‌র এলাকার মিজানুর রহমানের বাড়িতে অভিযান পরিচালনা ক‌রে মাস্টারকা‌র্ড সদৃশ সিমকার্ড সংযুক্ত ডিভাইস ও ক্ষুদ্রাকা‌র হেডফোন এবং অন্যান্য জি‌নিসসহ প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের মূল হোতা পটুয়াখালী মির্জাপু‌র উপ‌জেলা রি‌সোর্স সেন্টারের প্রশিক্ষক মাঈনুল ইসলাম হাওলাদারসহ ১৩ জন‌কে আটক ক‌রে।

এ সময় আটককৃত‌দের কাছ থে‌কে পাওয়া যায় ২০টি মোবাইল, ২‌টি মাস্টারকার্ড সদৃশ ডিভাইস ও ছোট ২‌টি হেডফোন, আড়িপাতা ডিভাইসের ৬‌টি ছোট ব্যাটারি, ১‌টি পুরাতন মডেম, নগদ ১০ হাজার টাকা, সাদা কাগজে হা‌তে লেখা পরীক্ষার প্রশ্নপত্র, পরীক্ষার্থী‌র প্রবেশপ‌ত্রের ফ‌টোকপি, পরীক্ষার প্রশ্নপত্রের ফ‌টোক‌পি, বিভিন্ন গাইড বই, সোনালী ব্যাংকের ভিসা ডে‌ভিট কার্ড ১টি, ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ডে‌ভিট কার্ড ১টি ও স‌্যামসাং পাওয়ার ব‌্যাংক ২‌টি। প্রাথমিকভাবে পুলিশের জিঞ্জাসাবা‌দে তারা প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য এবং সোনালী ব্যাংকের মাধ্যমে টাকা সংগ্রহ করতো বলেও স্বীকার করেছে।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউ‌দ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সা‌র্কেল) মঈনউ‌দ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার নওরজ, ডিআইওয়ান সাইদুর রহমান, ডিবি পুলিশের ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাসসহ অনেকে।

ইউএইচ/

Exit mobile version