Site icon Jamuna Television

বাতিল প্রায় ১৫ কোটি ভারতীয় রুপি ফেরত দিবে নেপাল

দেশজুড়ে জব্দ হওয়া বাতিল প্রায় ১৪ কোটি ৬০ লাখ ভারতীয় রুপি নয়াদিল্লিকে ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন নেপালি প্রধানমন্ত্রী কেপি অলি। শুক্রবার নরেন্দ্র মোদির সাথে বৈঠকের পর এ ঘোষণা দেন তিনি।

ভারত নেপালের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হওয়ায় বিভিন্ন পণ্য আমদানি রফতানি হয় দু’দেশের মধ্যে। তবে ২০১৬ সালে ৫শ ও ১ হাজার রুপির নোট বাতিলের পর কঠোর হয় কাঠমাণ্ডু। তারই ধারাবাহিকতায় এলো এ ঘোষণা। নেপালকে ভারতের গুরুত্বপূর্ণ প্রতিবেশি দেশ দাবি করে কাঁধে কাঁধ মিলে কাজ করার ঘোষণা দেন নরেন্দ্র মোদি। জবাবে ভারতের সাথে কৃষি পণ্যের আমদানি রফতানি বাড়াতে রেলপথে যোগাযোগ স্থাপনের ব্যাপারে জোর দেন অলি। এর আগে ভারতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উদ্যোগে নেপালে জলবিদ্যুৎ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মোদি। এর প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১০৪ কোটি রুপি যা নেপালে সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ।

Exit mobile version