Site icon Jamuna Television

ধামরাইয়ে মাটি ব্যবসাকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

সাভার প্রতিনিধি:

ধামরাইয়ে নদী তীরের মাটি ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফরহাদ হোসেন নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও কয়েকজন।

শুক্রবার (২০ মে) রাতে ধামরাইয়ের গাঙ্গুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জাকারিয়া নামের একজনকে আটক করেছে।

পুলিশ জানায়, মাটি ব্যবসার বিরোধ নিয়ে মতিউর রহমানের সঙ্গে জাকারিয়ার লোকজনের ধাওয়া পালটা ধাওয়া হয়। এ সময় ফরহাদ তাদের ঠেকাতে গেলে জাকারিয়া ও তার লোকজন ফরহাদকে পিটিয়ে হত্যা করে। দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। আহতদের ধামরাই সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version