Site icon Jamuna Television

ইউক্রেনকে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র

ছবি: রয়টার্স।

ইউক্রেনের যোদ্ধাদের হাতে জাহাজবিধ্বংসী অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পৌঁছে দিতে হোয়াইট হাউস কাজ করছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। রুশ নৌ অবরোধকে পরাস্ত করতে কিয়েভকে ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের।

ইউক্রেনের ভাণ্ডারে এখন যেসব গোলা, জেভেলিন ও স্টিঙ্গার ক্ষেপণাস্ত্র আছে এরচেয়েও অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্র পাওয়ার আকাঙ্ক্ষা বারবারই জানিয়ে আসছিল দেশটি। যুক্তরাষ্ট্র যে ধরনের অস্ত্র ব্যবহার করে সেগুলোই চাচ্ছিল কিয়েভ।

হাডসন ইনস্টিটিউটের নৌ বিশেষজ্ঞ ব্রায়ান ক্লার্ক বলছেন, ১০০ কিলোমিটারের বেশি পাল্লার ১২-২৪টি হারপুন জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র রাশিয়ার যুদ্ধজাহাজগুলোর জন্য হুমকি সৃষ্টি করতে সক্ষম এবং এমন ক্ষেত্রে মস্কো তার নৌ অবরোধ তুলে নিতে রাজিও হতে পারে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে সমুদ্রে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হতে হয়েছে রাশিয়াকে। ইতোমধ্যে কৃষ্ণসাগরে ডুবে গেছে তাদের নৌবহরের ফ্ল্যাগশীপ জাহাজ মস্কোভা।

/এমএন

Exit mobile version