Site icon Jamuna Television

জাতিসংঘে ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা

প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়ে ব্যাপক সমালোচনার মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলা হচ্ছে সহযোগিতার আহ্বানের পরিবর্তে আগ্রাসী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

অধিবেশেনে দেয়া ভাষণে ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যা দেন ট্রাম্প। বলেন মধ্যপ্রাচ্যসহ পুরো বিশ্বের উগ্রপন্হা ছড়িয়ে দিচ্ছে ইরান। ইরানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জবাবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ভাষণে এমন বিদ্বেষমূলক বক্তব্য কাম্য নয়। উত্তর কোরিয়া ইস্যুতেও আগ্রাসী বক্তব্য দেন মার্কিন প্রেসিডন্টে। বলেন, উত্তর কোরিয়াকে ধ্বংস করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এসময় উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাকে ‘রকেটম্যান’ বলে তাচ্ছিল্য করে ট্রাম্প বলেন, আত্মঘাতী আচরণ করছেন কিম জং উন। অবশ্য এ নিয়ে কিম জং উন সরকার এখনো কোন প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্টের এমন আগ্রাসী ভাষণের সমালোচনা করেছেন গণমাধ্যম বিশেষজ্ঞরাও।

Exit mobile version