Site icon Jamuna Television

রাশিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে সাইবার হামলা: পুতিন

ছবি: সংগৃহীত।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ায় আশঙ্কাজনক হারে বেড়েছে সাইবার হামলার ঘটনা। খবর দ্য মস্কো টাইমসের।

শুক্রবার এ তথ্য জানান ভ্লাদিমির পুতিন। বলেন, ইউক্রেন এবং পরে দেশটির দোনবাসে সামরিক অভিযান শুরুর পর সাইবার হামলার ঘটনা আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। ভিন্ন ভিন্ন রাষ্ট্র থেকে চালানো হচ্ছে এসব হামলা। রাশিয়ার বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা ও সাইবার হামলাই ব্যর্থ হয়েছে। তথ্য নিরাপত্তায় ২০২৫ সালের মধ্যে বিদেশি প্রযুক্তি ব্যবহার বন্ধ করবো আমরা।

অনলাইন হামলা মোকাবেলায় এদিন দেশের নিরাপত্তা পরিষদের সাথে আলোচনায় বসেন তিনি। জানান, গেল ফেব্রুয়ারি থেকে একের পর এক সাইবার হামলার শিকার হচ্ছে দেশটির বিভিন্ন কোম্পানি ও সংস্থার ওয়েবসাইটগুলো। দেখা দিয়েছে গোপন তথ্য ফাঁসের ঝুঁকি। একাধিক দেশ থেকে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি পুতিনের। তবে এ পর্যন্ত কোনো পদক্ষেপ সফল হয়নি বলেও জানান রুশ প্রেসিডেন্ট। তথ্য চুরির ঝুঁকি এড়াতে বিদেশি সফটওয়্যার ও হার্ডওয়্যারের ব্যবহার কমিয়ে আনার কথাও বলেন।

/এমএন

Exit mobile version