Site icon Jamuna Television

নতুন স্কেল প্রদান না করা পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধির দাবি

নতুন জাতীয় বেতন স্কেল প্রদান না করা পর্যন্ত সরকারি কর্মচারীদের বেতন ৬০ শতাংশ বৃদ্ধির দাবি জানিয়েছে বাংলাদেশ তৃতীয় শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।

শনিবার (২১ মে) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন এ দাবি করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক ছালজার রহমান বলেন, সব নিত্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। যার ফলে অল্প বেতনে সরকারি কর্মচারীদের জীবনযাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে।

শিগগিরই তাদের দাবি মেনে নেয়া না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারীও দিয়েছেন সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠনের নেতাকর্মীরা।

/এমএন

Exit mobile version