Site icon Jamuna Television

ভূমি অপরাধ বিষয়ক আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে: ভূমি সচিব

ভূমি সচিব মোস্তাফিজুর রহমান।

ভূমি সচিব মোস্তাফিজুর রহমান দাবি করেছেন, ভূমি অপরাধ বিষয়ক আইন প্রণয়নের কাজ শেষ পর্যায়ে। আইনটি বাস্তবায়ন হলে ভূমি নিয়ে যত অপরাধ আছে, সেটা শূন্যের কোটায় চলে আসবে।

‘ভূমি সেবা সপ্তাহ ২০২২’ উপলক্ষ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিয়ে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ দাবি করেন।

তাতে প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের সচিব বলেন, ডিজিটাল রেকর্ডরুম, প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং, ভূমি অফিসগুলোতে সি সি ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার সুফল পেতে শুরু করেছে সাধারণ মানুষ।

অন্যদিকে, ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান বলেন, ভূমি আফিসে প্রায় প্রত্যেকটি স্তরেই ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বিদ্যমান। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সেবা কার্যক্রম শুরু হলেও এখনও সুশাসন নিশ্চিত হয়নি।

এ বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে হারিয়ে বিজয়ী হয় সরকারি দল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি।

/এমএন

Exit mobile version