Site icon Jamuna Television

ধর্ষণের দায়ে বেঙ্গালুরুতে টিকটক হৃদয়সহ ৭ বাংলাদেশির যাবজ্জীবন সাজা

ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি তরুণীকে ধর্ষণের দায়ে টিকটক হৃদয়সহ অভিযুক্ত ৭ বাংলাদেশিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খবর টাইমস অব ইন্ডিয়ার।

শুক্রবার (২০ মে) দক্ষিণ ভারতের রাজ্য কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত এ রায় দেন। রায়ে আরও চার আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ১১ জনের মধ্যে ৩ জন নারী। এদের সবাই বাংলাদেশি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মোহাম্মদ রিফাদুল ইসলাম ওরফে হৃদয় বাবু ওরফে টিকটক হৃদয়, চাঁদ মিয়া ওরফে সবুজ, রকিবুল ইসলাম ওরফে সাগর, মোহাম্মদ আবু শেখ, মোহাম্মদ আলামিন হোসেন ওরফে রাফসান মণ্ডল, মোহাম্মদ ডালিম ও আজিম হোসেন।

গত বছরের ২৭ মে বেঙ্গালুরুর রামামূর্তিনগরে ২২ বছর বয়সী এক বাংলাদেশি তরুণী নির্যাতন ও সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ওই নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর বৈশ্বিক গণমাধ্যমেও এ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।

/এম ই

Exit mobile version