Site icon Jamuna Television

কানের রেড কার্পেটে আরিফিন শুভ

সাদা টাকসিডো পরে কানের রেড কার্পেটে হেঁটেছেন আরিফিন শুভ।

পৃথিবীর অন্যতম প্রাচীন চলচ্চিত্র উৎসব কানের মর্যাদাপূর্ণ রেড কার্পেটে হেঁটেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ।

শুক্রবার (২০ মে) কান উৎসবের চতুর্থ দিন ফ্রান্সের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাদা-কালোর সমন্বয়ে ড্যাপার বি স্পোকের টাকসিডোতে রেড কার্পেটে দেখা গেলো বাংলাদেশি এ অভিনেতাকে।

নিজের প্রথম কান সফরে রেড কার্পেটে হেঁটে উচ্ছ্বসিত আরিফিন শুভ। এক প্রতিক্রিয়ায় জানালেন নিজের অনুভূতির কথা। শুভ বলেন, কানের রেড কার্পেটে হাঁটা ষোলকলা পূর্ণের মতো; একেবারে স্বপ্নের বাইরের কোনো কিছুকে ছোঁয়ার মতো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার দর্শকদের কাছে, আমার পরিচালক-প্রযোজকদের কাছে। আমার অসংখ্য ভক্ত-ফ্যান যারা আছেন, আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। আমি চেষ্টা করব তাদের যে আস্থা ও বিশ্বাস আমার প্রতি আছে, সেটা রক্ষা করতে।

কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কান সৈকতে ভারতীয় প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘মুজিব: দ্য মেকিং অব আ নেশন’ সিনেমাটির ট্রেইলার প্রদর্শন হয়।

সিনেমাটি সম্পর্কে পরিচালক শ্যাম বেনেগাল জানান, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

/এসএইচ

Exit mobile version