Site icon Jamuna Television

নির্ধারিত তারিখেই হবে ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা: পিএসসি

ফাইল ছবি

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগের নির্ধারিত ২৭ মে তারিখেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

শনিবার (২১ মে) সন্ধ্যায় পিএসসির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, সিলেটে বন্যার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক পরীক্ষার্থী। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে পিএসসি জানায়, পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। নির্ধারিত তারিখেই পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

পিএসসি সূত্র আরও জানিয়েছে, সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। পরীক্ষা নেয়ার মতো পরিস্থিতি হলে সিলেট বিভাগেও ২৭ মে তারিখে পরীক্ষা নেয়া হবে। তবে পরিস্থিতি খারাপ হলে প্রথমে কেন্দ্র পরিবর্তনের চেষ্টা করবে পিএসসি। কেন্দ্র পরিবর্তন করা সম্ভব না হলে সিলেট বিভাগ বাদে বাকি বিভাগগুলোতে ২৭ মে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে পিএসসির সূত্র।

প্রসঙ্গত, আগামী ২৭ মে অনুষ্ঠিত হতে যাওয়া ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী।

/এসএইচ

Exit mobile version