Site icon Jamuna Television

‘ইভিএমের ভুল ধরতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়া হবে’

মতবিনিময় সভায় উপস্থিত অতিথিবৃন্দ।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর:

ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) পদ্ধতির কোনো ভুল বা ত্রুটি যদি কেউ ধরিয়ে দিতে পারেন তবে তাকে ১০ মিলিয়ন ডলার পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

শনিবার (২১ মে) বিকেলে মাদারীপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে। বর্তমান কমিশন জনগনের সঠিক অধিকার প্রয়োগ করতে দেবে। যতো ধরনের বাধা-বিপত্তিই আসুক না কেনো তা প্রতিহত করা হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, ইভিএম নিয়ে নানান ধরনের কথা ওঠার কারণে জাতীয় সংসদ নির্বাচনের আগেই দেশের নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলকে নিয়ে বসা হবে। অনেকের ধারণা ইভিএমে এক জায়গায় ভোট দিলে অন্য জায়গায় চলে যায়। এই ভ্রান্ত ধারণা মানুষের মধ্য থেকে দূর করতে হবে। এ সময় ‘বাংলাদেশের মতো ইভিএম মেশিন পৃথিবীর অনেক দেশেই নেই’ বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মাদারীপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ঝোটন চন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমা, মাদারীপুরের জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুনসহ অনেকেই।

/এসএইচ

Exit mobile version