Site icon Jamuna Television

কাশিমপুর মহিলা কারাগারে বন্দির মৃত্যু

ফাইল ছবি

গাজীপুর প্রতিনিধি: 

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের শাহানাজ বেগম (৫৯) নামের এক বন্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ মে) বিকেল ৫টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেলে তিনি মারা যান। নিহত শাহানাজ বেগম পাবনার সুজানগর থানার নামাপাড়া এলাকার আবদুর রাজ্জাকের স্ত্রী। 

কারাগারের সুপার হালিমা খাতুন জানান, রাজধানীর কামরাঙ্গীচর থানার নারী ও শিশু নির্যতান দমন আইনের মামলায় গ্রেফতার হয়ে শাহনাজ বেগম ২০১৬ সালের ৩০ মে ঢাকা থেকে এ কারাগারে স্থানান্তরিত হন। তিনি মানসিক ও অ্যাজমা রোগে আক্রান্ত ছিলেন। শনিবার তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সহকারী সার্জনের পরামর্শে  বিকাল ৩টা ৫০ মিনিটে অ্যাম্বুলেন্সযোগে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সেখানেই তাকে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় বিকাল ৫টা ৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এসএইচ

Exit mobile version