Site icon Jamuna Television

ঝালকাঠিতে বোরো ধানের মাঠে জমেছে জোয়ারের পানি, দুর্ভোগে চাষিরা

পানিতে ভেসে গেছে ফসল।

ঝালকাঠি প্রতিনিধি:

জোয়ারের পানিতে, বোরো ধানের মাঠে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে বিপাকে পড়েছেন উপকূলীয় জেলা ঝালকাঠির চাষিরা। শ্রমিক সঙ্কটে তড়িঘড়ি করে ধান কেটে ঘরে তোলাও কষ্টসাধ্য হয়ে পড়েছে। মজুরি ছাড়িয়েছে হাজার টাকা। স্থানীয়রা বলছেন, তাদের এই দুর্ভোগ শুরু হয়েছে ঘূর্ণিঝড় আসানির সময় থেকে। ঐ সময় টানা বৃষ্টিতে অনেক ক্ষেতে জমে যায় পানি। আর তার সাথে এখন যুক্ত হয়েছে জোয়ারের পানি। পরামর্শ আর সহযোগিতাও মিলছে না কৃষি অফিস থেকে।

মৌসুমের শুরুতে এনজিও এবং মহাজনের থেকে ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন প্রান্তিক চাষিরা। কিন্তু এখন ধান কাটতে গুনতে হচ্ছে বাড়তি অর্থ। ঋণ শোধের দুঃশ্চিন্তায় পড়েছেন তারা। ইতোমধ্যে গ্রাম্য মহাজনরা চাষিদের দরজায় কড়া নাড়া শুরু করেছে।

এই জটিল পরিস্থিতিতে কৃষি অফিসের পরামর্শ ও সহযোগিতাও মিলছে না বলে অভিযোগ ভুক্তভোগী চাষিদের। ধান কাটার পরামর্শ দিয়েই দায়িত্ব সেরেছেন কৃষি কর্মকর্তারা। চলতি মৌসুমে ঝালকাঠি জেলায় ১২ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে।

এসজেড/

Exit mobile version