
সিলেট ব্যুরো:
বছরে কমপক্ষে ৪ বার বানের পানিতে ঘরছাড়া হন সিলেটের কোম্পানীগঞ্জের একটি গুচ্ছ গ্রামের ২১৫টি পরিবার। আশ্রয় নেন বিভিন্ন স্কুলে। বছরে যা সঞ্চয় করেন তাও প্রতি বছর ভাসিয়ে নেয় পাহাড়ি ঢল। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে জনপ্রতিনিধিদের দারস্থ হতে হতে ক্লান্ত এসব মানুষ।
কোম্পানীগঞ্জের শিমুলতলা গুচ্ছগ্রাম। এখন এর চারদিকে অথৈ পানি। প্রতিটি ঘরেই ঢুকেছে বানের পানি। কোথাও কোমর পর্যন্ত, কোথাও হাঁটু সমান। শুধু এবারের বন্যায় নয়, প্রকল্প বাস্তবায়নের বছর থেকেই দুর্ভোগ শুরু এখানকার বাসিন্দাদের। বেশ কয়েকবার ঘর ছেড়ে আশ্রয় নিতে হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা উঁচু স্থানে।
এ বছরও কেউ ঠাঁয় পেয়েছেন স্কুলে, কেউবা গবাদি পশু নিয়ে অবস্থান নিয়েছেন খোলা আকাশের নিচে। মানুষগুলো বলছেন, মাথাগোঁজার জায়গা পাওয়া গেলেও সাথে আছে ভোগান্তি।
দীর্ঘদিন দুর্ভোগে থাকলেও প্রশাসনের নজর পড়েনি গুচ্ছগ্রামে। তবে ওপর মহলে কথা বলে প্রকল্প হাতে নেয়ার আশ্বাস দিয়েছেন ইউএনও লুসিকান্ত হাজং। তিনি বলেন, যেহেতু সমস্যাটি প্রতিবছর হচ্ছে। তাই প্রকৌশলী বিভাগগুলোর সাথে কথা বলে এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে জায়গাটি উঁচু করার পরিকল্পনা নেবো।
এসজেড/
 
				
				
				
 
				
				
			


Leave a reply