Site icon Jamuna Television

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ আরও রক্তক্ষয়ী হবে: জেলেনস্কি

ছবি: সংগৃহীত।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধ আরও রক্তক্ষয়ী হবে। একমাত্র আলোচনার টেবিলেই সম্ভব যুদ্ধের ইতি টানা। শনিবার (২১ মে) টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর বিবিসির।

জেলেনস্কি বলেন, জয় পাওয়া কঠিন। আর সে পথে বহু লড়াই আর রক্তপাত হবে। তবে সমাধান আসবে কূটনৈতিক পথেই। আলোচনার টেবিলে না বসে এই পরিস্থিতির শেষ হবে না। আমরা সব হারানো অঞ্চল ফেরত চাই। যেটা রাশিয়া কখনওই চায় না।

এর আগে মঙ্গলবার (১৭ মে) কিয়েভের প্রধান আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছিলেন, আলোচনা স্থগিত হয়ে আছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ অভিযোগ করেন, শত্রুতা বন্ধের জন্য কিয়েভ কর্তৃপক্ষ আলোচনা চালিয়ে যেতে চাচ্ছে না। রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের মধ্যে সর্বশেষ আলোচনা হয়েছে প্রায় এক মাস আগে, গত ২২ এপ্রিল। এখন আলোচনা শুরু না হওয়ার কারণ হিসেবে একে অপরকে দুষছে রাশিয়া-ইউক্রেন।

এসজেড/

Exit mobile version