লিগে নিজেদের শেষ ম্যাচে মেটজকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ নয়, পিএসজিতেই সম্প্রতি থেকে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
আগেই শিরোপা নিশ্চিত করা পিএসজি’র জন্য ম্যাচটি ছিল নিয়মরক্ষার। প্রতিপক্ষ মেটজের জন্য ছিল অবনমন ঠেকানোর লড়াই। হেরে লিগ থেকে নেমে গেছে ক্লাবটি। যার শুরুটা হয় এমবাপ্পের হাত ধরে। ২৫ মিনিটে ডি মারিয়ার অ্যাসিস্টে প্রথম গোল করেন এই ফরাসি তারকা। ৩ মিনিট পর দ্বিতীয় গোল তুলে নেন এমবাপ্পে। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা নেইমার। দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের হ্যাটট্রিক পূরণ করেন এমবাপ্পে। আর ৬৭ মিনিটে পিএসজিকে বিদায় জানানো ডি মারিয়া গোল করলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
এসজেড/

