Site icon Jamuna Television

বগুড়া পৌরসভার ৫০ কোটি টাকার বাজেট ঘোষণা

বগুড়া ব্যুরো

বগুড়া পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের জন্য ৫০ কোটি ৩৯ লাখ ১৭ হাজার ৬৬৩ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার পৌরভবনে এই বাজেট ঘোষণা করেন মেয়র একেএম মাহবুবর রহমান।

বাজেট ঘোষণাকালে মেয়র জানান, নতুন অর্থবছরে পৌরবাসীর ওপর এবারো নতুন করে কোনো করারোপ করা হয় নি। তবে পৌরকর বাবদ নতুন বাজেটে আয় ধরা হয়েছে ১৫ কোটি ৯৪ লাখ টাকা। মেয়র বলেন, দেশের সর্ববৃহৎ পৌরসভা হলেও উন্নয়নখাতে চলতি অর্থবছরে সরকারি অনুদান মিলেছে মাত্র ৬৪ লাখ টাকা। যে কারণে চলতি অর্থ বছরে উন্নয়নখাতে তারা অনেক কাজই করতে পারেন নি। এ খাতে তিনি অন্তত ৫ কোটি টাকা বরাদ্দের দাবি জানান। বর্তমান পৌর পরিষদের তৃতীয় এই বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকীসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Exit mobile version