Site icon Jamuna Television

ভয়াল রূপ ধারণ করেছে মাউন্ট এটনা আগ্নেয়গিরি

ছবি: সংগৃহীত

সক্রিয় হয়েছে ইতালির উচ্চতম আগ্নেয়গিরি মাউন্ট এটনা। শুক্রবার (২০ মে) থেকে মাউন্ট এটনায় অগ্ন্যুৎপাত শুরু হলেও রোববার (২২ মে) ভয়াল রূপ ধারণ করেছে এই আগ্নেয়গিরি। খবর বিবিসির।

বছরে একাধিকবার অগ্নুৎপাত ঘটানো মাউন্ট এটনার রুদ্রমূর্তি ধারণে কালো ধোঁয়া আর ছাইয়ে ঢেকে গেছে গোটা সিসিলি দ্বীপ। ক্যামেরায় ধারণ করা লাভার স্রোত থেকে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই জ্বলন্ত লাভা ধাবিত হচ্ছে লিওঁ উপত্যকার দিকে।

ছবি: সংগৃহীত

প্রায় দুই হাজার ফুট উঁচুতে এ আগ্নেয়গিরিটি বছরের বিভিন্ন সময় লাভা উদগীরণ করলেও বসবাসকারীদের জন্য তেমন ক্ষয়ক্ষতির কারণ হয় না। এর আগে, ১৯৯২ সালে আগ্নেয়গিরিটি থেকে বড় ধরনের অগ্নুৎপাত হয়েছিল।

আরও পড়ুন: এরদোগান বিরোধী সমাবেশে লাখো মানুষ

/এম ই

Exit mobile version