Site icon Jamuna Television

আবারও মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া?

গত কয়েক মাস ধরেই অবশ্য কানাকানি চলছে যে মা হতে যাচ্ছেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু সেই খবরের সত্যতা কেউ নিশ্চিত করে বলতে পারেননি এখনও। এবার কান চলচিত্র উৎসব থেকে ফিরে নিজেই উস্কে দিলেন সেই বিতর্ক। এ নিয়ে চলছে কানাকানি। খবর আনন্দবাজার পত্রিকার।

বরাবরই কান উৎসবে সবার নজর থাকে ঐশ্বরিয়ার সাজসজ্জার ওপর। কেমন পোশাক পরলেন, কেমন লিপস্টিক দিলেন সবই নজরে থাকে ভক্তদের। এবার কানের রেডকার্পেটে ঐশ্বরিয়াকে দেখেই যেন সবাই অবাক। অনেকেই বলেছেন ঐশ্বরিয়া মা হতে চলেছেন আর সেই খবর লুকোতেই নাকি তার এতো খারাপ সাজ দিয়ে এসেছেন তিনি। তবে সেই কানাকানি আরও বেড়ে গেছে কান থেকে ফিরে আসতেই।

স্বামী অভিষেক বচ্চন আর মেয়ে আরাধ্য বচ্চনকে সাথে নিয়ে সোমবার ফিরলেন মুম্বাইতে। এ সময় তাকে ঢিলেঢালা জামা আর আলখাল্লা ধরণের জ্যাকেট পরতে দেখা যায়। আর সেই ছবি ধরা পড়লো সাংবাদিকদের ক্যামেরায়। ছবি ছড়িয়ে পড়তেই মন্তব্যের ছড়াছড়ি। কেউ বলছেন মুম্বাইয়ে কি বরফ পড়তে শুরু করলো নাকি, কেও বলছেন ঐশ্বরিয়া কি মা হতে চলছেন? কিন্তু কে দেবে এসব প্রশ্নের উত্তর…..

এটিএম/

Exit mobile version