Site icon Jamuna Television

নাটোরে আরও ৯ ইমো হ্যাকার গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের লালপুর থেকে আরও ৯ জন ইমো হ্যাকারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মে) দুপুর আড়াইটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, লালপুর থানায় একটা জিডির সূত্র ধরে পুলিশ শনিবার রাত সোয়া দশটার দিকে অভিযানে নামে। অভিযানে উপজেলার জোতগৌরী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে ইমোর মাধ্যমে প্রতারণাকালে ৯ জন হ্যাকারকে গ্রেফতার করা হয়। এ সময় ইমো হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়- দীর্ঘদিন ধরে কৌশলে মোবাইল অ্যাপ ইমো হ্যাক করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের লোকজনের টাকা হাতিয়ে নিতো। কখনো আবার নারী কণ্ঠে প্রতারণা করেও টাকা হাতিয়ে নিতো তারা।

ইউএইচ/

Exit mobile version