Site icon Jamuna Television

রাজবাড়ীতে বাস ও মোটরসাইকেলের সংর্ঘষে শিক্ষক নিহত

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ বাগমারা এলাকায় বাস ও মোটরসাই‌কেলের সংর্ঘষে মোটরসাই‌কেল আরোহী আব্দুল্লাহ হক (৪০) নামের এক শিক্ষক নিহত হয়েছেন।

রোববার (২২ মে) দুপুর আড়াইটার দি‌কে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ বাগমারা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিক্ষক আব্দুল্লাহ হক ‌রাজবাড়ী সদর উপ‌জেলার আফড়া গ্রামের মৃত জহুরুল হ‌কের ছে‌লে। তিনি বার্থা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

পাংশা হাইও‌য়ে থানার এসআই সালাউ‌দ্দিন মোল্লা ব‌লেন, স্কুল শিক্ষক আব্দুল্লাহ হক রাজবাড়ীর দিক থে‌কে তার বাড়ি আফড়ার দি‌কে যা‌চ্ছিলেন। এ সময় বিপরীত দিক থে‌কে আসা রাজবাড়ী ডিলাক্স নামের বাসের সাথে পল্লী বিদ্যুৎ বাগমারা এলাকার কালাধর ব্রী‌জের পূর্বপাশে মোটরসাই‌কে‌লের মুখোমুখি সংঘর্ষ হয়। এ‌তে ঘটনাস্থলেই মোটরসাই‌কেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনার পর ঘাতক বাস‌টি আটক করা হলেও কৌশলে পালিয়ে যায় বাস‌টির চালক ও তার সহকারী। তবে তা‌দের গ্রেফতারে অভিযান চলছে এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এটিএম/

Exit mobile version